মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা মাতৃ স্বাস্থ্য রক্ষা করার লক্ষ্যে সকল গর্ভবতী নারীকে নিবন্ধন করিয়ে নিরাপদ গর্ভাবস্থা এবং নিরাপদ প্রসব নিশ্চিত করা হয়। এরপর প্রসব পর্যন্ত সকল গর্ভবর্তী নারীকে নিয়মিত চেক আপ করানো হয় এবং কোন মাতৃঝুঁকি আছে কি না সে সম্পর্কে যাচাই করা হয়।
টিকাদান কর্মসূচী :
টিকাদান কর্মসূচীর মাধ্যমে ০ থেকে ১১ মাসের শিশুদের ডিফথেরিয়া, পোলিও, হুপিং কাশি, ধনুষ্টংকার, যক্ষা, হাম, জন্ডিস বা হেপাটাইটিস বি, হিব নিউমোনিয়া এই মারাত্মক ৮টি রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হয় শিশুদেরকে উল্লেখিত রোগের ঝুঁকি থেকে রক্ষা করা হয়। আর নবজাতকের ধনুষ্টংকার প্রতিরোধ করার জন্য সকল ১৫ থেকে ৪৯ বছর বয়সের নারীদেরকে ধনুষ্টংকার প্রতিষেধক টিকা দেয়া হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS