মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ ভবনের দ্বিত্বীয় তলায় একটি কক্ষে ভূমি অফিসটি অবস্থিত।
লতব্দী ইউনিয়ন ভুমি অফিসে আপনাদের স্বাগত।
ভুমি সংক্রান্ত সকল পরামর্শ, কার্যাবলীর জন্য ইউনিয়ন ভুমি অফিস এ আসুন সেবা নিন ভাল থাকুন।
ক্রঃনং | সেবার নাম | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানের পদ্ধতি | সেবা প্রদানের স্থান |
০১ | ভূমি উন্নয়ন কর (Land Development Tax) | তাৎক্ষনিক | Land Development Tax Ordinance, 1976 অনুযায়ী নির্ধারিত হারে কর/খাজনা আদায় করে সাথে সাথেদাখিলা প্রদান করা হয়। | ইউনিয়ন ভূমি অফিস |
০২ | নামজারী ও জমাখারিজ (Mutation) | সর্বোচ্চ- ৪৫ | সরকারী ফি ২৫০.০০টাকা। আবেদনকারী নিজে বা তার পক্ষে প্রতিনিধি আবেদন করলে উভয়ের ছবি সহ আবেদনের প্রেক্ষিতে সংশিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এর নিকট হতে প্রস্তাব প্রাপ্তির পর নোর্টিশ জারীর মাধ্যমে উভয়পক্ষের শুনানী গ্রহণ করা হয়। শুনানীর সময় মূল দলিল সহ আনুসাঙ্গিক রেকর্ডপত্র দেখা হয়। এছাড়া এল.টি নোটিশ প্রাপ্তীর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে নামজারী করা হয়ে থাকে। | উপজেলা ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিস |
০৩ | পেরীফেরীভূক্ত হাটবাজারের অস্থায়ী বন্দোবস্ত/ নবায়ন | ০৭ দিন | ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সুপারিশসহ প্রতিবেদনের আলোকে লীজের শর্তভংগ না করলে নির্ধারিত হারে লীজ মানি গ্রহনপূর্বক একসনা লীজ নবায়ন করা হয় এবং ডি.সি.আর প্রদান করা হয়। | উপজেলা ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিস |
প্রাপ্য সেবা | সেবা প্রাপ্তির পদ্ধতি | প্রয়োজনীয় ফি | নির্ধারিত সময় | সেবা প্রদানের জন্য দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর পদবী | সেবা না পেলে করণীয় | মন্তব্য | |
নূনতম | সর্বোচ্চ | ||||||
নাম জারী/জমা খারিজ/জমা একত্রিকরণ | নামজারী জমাভাগ/জমা একত্রিকরণ দরখাস্তের সাথে ১০ টাকা মূল্য মানের কোর্ট ফি সহ পূর্ণাঙ্গ বিবরণ (চাহিত তপছিল) লিখে মালিকানা সংক্রান্ত যাবতীয় দলিল ও পর্চার সহিমোহর নকলসহ সহকারী কমিশনার (ভূমি) বরাবরে উপজেলা ভূমি অফিসে আবেদন করতে হবে। | আবেদন ফি- ৫/= | ২১ | ৪৫ | সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী। | জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে আবেদন করতে হবে। |
|
রেকর্ড সংশোধন হালকরণ | নামজারী, জমাভাগ, জমা একত্রিকরণের আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ডি.সি.আর দাখিলা ও খতিয়ানের কপি সংগ্রহ করতে হবে। | খতিয়ান নং ফি- ৪৩/= প্রসেসিং ফি- ০২.০০/= | ০৩ দিন (কর্মদিবস) | ০৭ দিন (কর্মদিবস) | ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা | সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করতে হবে। |
|
রেকর্ড ও আদেশের নকল সংগ্রহ | উপজেলা ভূমি অফিসে নকল সংগ্রহের জন্য সহকারী কমিশনার (ভূমি) এর বরাবর পূর্ণাঙ্গ বিবরণসহ আবেদন করতে হবে। | প্রতিটি অনুলিপি- ২/= | ০৩ দিন | ০৭ দিন | সহকারী কমিশনার (ভূমি) ও তার ক্ষমতা প্রাপ্ত অফিস সহকারী | জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে আবেদন করতে হবে। |
|
খাস জমি বন্দেবস্ত গ্রহন | (ক) কৃষি খাস স্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে ভূমিহীন কৃষক নির্ধারিত ফরমে উপজেলা ভূমি অফিসে পূর্ণাঙ্গ বিবরণ (ইউ.পি চেয়ারম্যান কর্তৃক ভূমিহীন সার্টিফিকেট ও স্বামী স্ত্রীর সংযুক্ত সত্যায়িত ছবিসহ) আবেদন করতে হবে। | আবেদন পত্রের সাথে ১০/= টাকার মূল্যের কোর্ট ফি সংযুক্ত করতে হবে। | ৩০ দিন | ৯০ দিন | উপজেলা নির্বাহী অফিসার /সহকারী কমিশনার (ভূমি) কানুনগো/ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। | জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে আবেদন করতে হবে। |
|
(খ) কৃষি খাস জমির একসনা বন্দোবস্তের ক্ষেত্রে উপজেলা ভূমি অফিসে পূর্ণাঙ্গ বিবরণসহ সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করতে হবে। | আবেদন পত্রের সাথে ১০/= টাকার মূল্যের কোর্ট ফি সংযুক্ত করতে হবে। | ৩০ দিন | ৯০ দিন | উপজেলা নির্বাহী অফিসার /সহকারী কমিশনার (ভূমি) কানুনগো/ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। | জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে আবেদন করতে হবে। |
| |
(গ) অকৃষি খাসজমির ক্ষেত্রে সহকারী কমিশনার (ভূমি) এর বরাবর পূর্ণাঙ্গ বিবরণসহ আবেদন করতে হবে। | আবেদন পত্রের সাথে ১০/= টাকার মূল্যের কোর্ট ফি সংযুক্ত করতে হবে। | ১২০ দিন | ১৮০ দিন | উপজেলা নির্বাহী অফিসার /সহকারী কমিশনার (ভূমি) কানুনগো/ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। | সচিব, ভূমি মন্ত্রণালয় বরাবরে আবেদন করতে হবে। |
| |
অর্পিত সম্পত্তি বন্দেবস্ত গ্রহন | অর্পিত সম্পত্তি নবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর এলাকার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবরে পূর্ণাঙ্গ বিবরণসহ ১০/= টাকা মূল্যমানের কোর্ট ফি সহ আবেদন করতে হবে। | আবেদন ফি- ১০/= | ০৭ দিন | ১৫ দিন | উপজেলা নির্বাহী অফিসার া/সহকারী কমিশনার (ভূমি) কানুনগো/ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। | জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে আবেদন করতে হবে। |
|
ভূমি উন্নয়ন কর পরিশোধ | সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। | ২৫ বিঘার উর্দ্ধে নাল= ১/= ১। আবাসিক (পাকা ভিটি) ৫/= পৌর এলাকায়- ৭/= ২। বাণিজ্যিক হলে-১৫/= (পৌর এলাকা-২২/= | ০১ দিন | ০৩ দিন | ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। | সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করতে হবে। |
|
লতব্দী ইউনিয়ন ভুমি অফিসে বর্তমানে চলমান কোন প্রকল্প নেই। কোন প্রকল্প আসলে তখন ওয়েব পোটালে আপলোড করা হবে।
লতব্দী ভুমি অফিস, লতব্দী ইউনিয়ন পরিষদ ভবন দ্বিত্বীয় তলা আবস্থিত।
গ্রাম: খিদিরপুর,ডাকঘরঃ লতব্দী,ইউনিয়নঃ লতব্দী,উপজেলা: সিরাজদিখান, জেলাঃ মুন্সীগঞ্জ।
মোঃ ইফতে খায়রুল বাসার
মোবাইল নংঃ ০১৮১৯৫২১০৮১
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS